
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে মিয়ামি এয়ারকনের একটি বাস চুরি করে নিয়ে যাওয়ার পথে দেবিদ্বারের ভিরাল্লা এলাকায় সড়কের পাশে উল্টে যায়। এ সময় বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভিরাল্লা এলাকায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মিয়ামি এয়ারকনের চুরি হওয়া বাসটি দ্রুতগতিতে ভিরাল্লা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। পরে বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসটি উল্টে পড়ার পর স্থানীয়রা মিয়ামি এয়ারকন কর্তৃপক্ষকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
মিয়ামি এয়ারকন বাসের সুপারভাইজার হৃদয় মিয়া জানান, জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে গত রাতে বাসটি পার্ক করা ছিল। সকালে বাস স্ট্যান্ডে এসে দেখি বাসটি নেই। প্রথমে ধারণা করি ড্রাইভার বাসটি কোথাও পার্কিং করে রেখেছে। পরে খবর পাই বাসটি দেবিদ্বারে উল্টে পড়েছে।
মালিক পক্ষের মো. স্বপন বলেন, বাসের চালক জহির মিয়া গত রাতে বাসটি জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে পার্ক করে বাড়ি চলে যায়। ধারণা করা হচ্ছে, বাসের হেল্পার বা অন্য কেউ বাসটি চুরি করে নিয়ে যাওয়ার সময় এটি উল্টে পড়ে। এর আগে বাসটি কালিকাপুর এলাকায় একটি সিএনজি ও একটি ট্রাকটরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, স্থানীয়রা জানান, বাসটি চুরি করে নিয়ে যাওয়ার সময় একাধিক স্থানে দূর্ঘটনার কবলে পড়ে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনাটির তদন্ত চলছে এবং চুরির সঙ্গে জড়িতদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৎপর রয়েছে।