বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসপাতালে

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (০৩ মার্চ) দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে চিকিৎসকদের পরামর্শে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন এবং কেবিনে রাখা হয়েছে।

ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে মির্জা ফখরুল চিকিৎসা গ্রহণ করছেন। হাসপাতালে তার পাশে আছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ। পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী ও সমর্থকদের হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে মির্জা ফখরুলের স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, মির্জা ফখরুলের শরীরে সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিল এবং তার বুকে কাশি জমাট বেঁধে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এসব সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা জানান, এখন তিনি সুস্থ আছেন।