
মোঃ শাহজাহান বাশার* স্টাফ রিপোর্টার
ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অমর্ত্য সেনের বক্তব্যকে তিনি ‘আভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন।
সোমবার (৩ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, ‘‘অমর্ত্য সেন বাংলাদেশের রাজনীতি নিয়ে যে কথা বলেছেন, তা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও বাস্তবতা বিবর্জিত। তিনি যে সংখ্যালঘুদের প্রসঙ্গ এনেছেন, তাদের ওপর নির্যাতনের মূল কারিগর হচ্ছে আওয়ামী লীগ। অথচ সেই সত্য তিনি এড়িয়ে গেছেন।’’
তিনি আরও লেখেন, ‘‘বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর ধরে সেক্যুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।’’
জামায়াত আমিরের দাবি, ‘‘জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অমর্ত্য সেনের মন্তব্য তার বদ্ধমূল ধারণার ফসল। বাস্তবতা পুরোপুরি উল্টো। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ সরকার। এটা স্বীকার করার সাহস অমর্ত্য সেনের নেই, কারণ তিনি সীমাবদ্ধ সুশীলের প্রতিনিধি।’’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি ব্যক্তিদের অপ্রয়োজনীয় নাক গলানো দেশের জনগণ কখনোই ভালোভাবে নেয় না। এই ধরনের মনোভাব বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল।’’
প্রসঙ্গত, সম্প্রতি শান্তিনিকেতনে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, ‘‘বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা জরুরি। অতীতে ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড নজরদারিতে রাখা হয়েছিল, যা আমি সমর্থন করি। সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ, যা বাংলাদেশ সচেতনভাবে করে আসছে।’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশে কিংবা ভারতে, ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা বরদাশত করা যায় না। এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’’
অমর্ত্য সেনের এই বক্তব্যের পর জামায়াত আমিরের এমন কড়া প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।