নিজস্ব প্রতিবেদক
বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ব্যবস্থাপনায় গত ২৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ভরাসার বাজারস্থ আফসার উদ্দিন ম্যানসনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ ও দরিদ্র পরিবারকে ঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মোসলেহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার।
ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গালস হাইস্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমদ ও পাচথুবি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি মোশারফ হোসেন ফুল মিয়া, বিএনপি নেতা তারেক মাহমুদ, অহিদুর রহমান ফারুক, সাংবাদিক আবদুল্লাহ, মোঃ সাফি, আলমগীর হোসেন মোল্লা (বাচ্চু মোল্লা), মোঃ ফয়েজ, মোঃ গোলাম কিবরীয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র পরিবারদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।