মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণভূমি মীরেরডাঙ্গা এলাকায় ১২টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে চিংড়ি ও সাদা মাছ মেরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের দাবি, এতে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষ প্রয়োগের কারণে সকাল থেকে ঘেরের পানিতে ভেসে ওঠে মৃত মাছ।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা হলেন- আলম সরদার, হালিম শেখ, মোহাম্মদ আলী, ইলিয়াস ফকির, তৈয়ব আলী শেখ, ইউসুফ আলী ফকির, মাহিরা বেগম, সুভাষ ঘোষ, রুবেল ফকির ও হালিম ফকিরসহ আরও অনেকে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মাহিরা বেগম বলেন, “আমার দুটো এতিম বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকিয়ে মাছ চাষ করছিলাম। কিন্তু শত্রুতামূলকভাবে ঘেরে বিষ দিয়ে সব মাছ মেরে নিয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। সংসার চালানোই কঠিন হয়ে পড়বে।”
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মহিদুল ইসলাম বলেন, “এলাকার ১২টি ঘেরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে চাষিরা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। এদের মধ্যে অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘের করেছিলেন। এই ক্ষতি তারা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবেন না।”
তিনি আরও বলেন, “আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানাই, যেন এই অসহায় চাষিদের পাশে দাঁড়ানো হয় এবং দোষীদের খুঁজে বের করে দ্রুত শাস্তির আওতায় আনা হয়।”
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ চেয়েছেন তারা।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque