মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের নবঘোষিত কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার (১ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি স্থগিতের বিষয়টি জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটি স্থগিত থাকবে এবং ঘোষিত কমিটির কেউ পদবি ব্যবহার করতে পারবে না।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, শনিবার রাতে ২৮ সদস্যবিশিষ্ট ডুয়েট ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আশরাফুল হককে সভাপতি ও জামিরুল ইসলাম জামিলকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কমিটি ঘোষণার পরপরই নবনিযুক্ত সভাপতি আশরাফুল হকসহ ১৫ জন নেতা একযোগে পদত্যাগ করেন।
গণপদত্যাগ করা নেতারা অভিযোগ করেন, কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই নাছির উদ্দীন নাছির অতীতে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ বিষয়ে আগেই কেন্দ্রকে জানানো হয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে তাকে পদ দেওয়া হয়। আদর্শগত কারণে তার সঙ্গে রাজনীতি করা সম্ভব নয় বলে দাবি করেন পদত্যাগকারী নেতারা।
এছাড়া কমিটিতে বিবাহিত ও অছাত্র আরাফাত হোসেনকে সহ-সভাপতি করা হয়েছে এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ থাকা ইমন মোল্লাকেও রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা। পদত্যাগকারী নেতাদের মতে, ছাত্রদলের মতো আদর্শিক সংগঠনে শিবির, অছাত্র এবং ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা জায়গা পেলে সেখানে আদর্শিক রাজনীতি অসম্ভব হয়ে পড়ে।
এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ছাত্রদল দ্রুত তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। দুই সদস্যবিশিষ্ট এ কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উর রহমান ও সজীব মজুমদার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শনাক্ত করে কেন্দ্রীয় সংসদে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গণপদত্যাগকারী ১৫ নেতা হলেন- সভাপতি আশরাফুল হক, সহ-সভাপতি হাসান আল বান্না, আব্দুল কাদের, শাহ আলম মিয়া, রফিকুল ইসলাম মিয়া, মো. ইব্রাহীম, শাকিল আহমেদ, মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মানিক, দপ্তর সম্পাদক সাহেদ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক তৌফিক এলাহী ও ক্রীড়া সম্পাদক রাকিব হোসেন মজুমদার।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সূত্রে জানা গেছে, সংগঠনে অনুপ্রবেশ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত কেউই ছাড় পাবে না। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।