নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরের নির্যাতিত যুবদল কর্মী বিল্পব সরদারের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ নানা যড়যন্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
বৃস্পতিবার দুপুরে নলডাঙ্গা মডেল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এসময় বাদশা হোসেন,মানিক সরদার,রাফি হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদে লিখিত বক্তব্যে বিল্পব সরদার দাবী করেন,আমি মাধনগর ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে আমি সরাসরি যুক্ত ছিলাম। বিগত ২০২৩ সালে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনের সময আওয়ামী যুবলীগের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হই। কিন্ত গত ৫ আগষ্টের পর থেকে আমাকে দমাতে আমার বিরুদ্ধে নানা যড়যন্ত শুরু করে এবং আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে এবং ফায়দা হাসিলের জন্য একটি কুচক্রীমহল মিথ্যা অপ্রচার চালাচ্ছে। আমি এসব যড়যন্ত ও মিথ্যা মামলা বিষয়ে তদন্ত করে আমার প্রতি ন্যায় বিচার করার দাবী করছি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।