নাটোর প্রতিনিধিঃ জানালার গ্লাস খুলে চুরির ঘটনা ঘটেছে,পরিবেশ কর্মী ও সাংবাদিক ফজলে রাব্বীর বাসায়। এসময় একটি স্মাট ফোন ও নগদ ৩০ হাজার টাকা চুরির করে নিয়ে যায় চোর।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী) বেলা ১০টা থেকে ১২ টার মধ্যে বাড়ি ফাঁকা পেয়ে কে বা কারা এই চুরির ঘটনা ঘটায়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদশন করেছে,নলডাঙ্গা থানা পুলিশ।
জানা যায়,ফজলে রাব্বী, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন(বিবিসিএফ) কেন্দ্রিয় প্রচার সম্পাদক ও নলডাঙ্গা উপজেলায় জনপ্রিয় গনমাধ্যম কালবেলায় কর্মরত রয়েছেন।
ফজলে রাব্বী বলেন,মঙ্গলবার বেলা ১০ টার পরে বাজার করতে পাশবর্তী মাধনগর বাজারে যাই। বাজার করে ১২টার দিকে বাসায় ঢুকে দেখি জানালার গ্লাস খোলা ও বিভিন্ন আসবারপত্র ছড়িয়ে আছে,ঘরের দরজা খুলে দেখি ১টি স্মার্ট মোবাইল ফোন স্যামস্যাং A30 আর নগদ ৩০ হাজার টাকা ও বিছানার ছাদরের নিচে ছিলো-কয়েক দিন আগে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋনের টাকা। এসময় বাড়িতে কেউ ছিলো না। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় প্রসাশনকে অবহিত করে,থানায় একটি জিডি করা করা হয়। তিনি আরও বলেন,আমি এই ঘটনার প্রসাশনের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই ও অপরাধিকে চিন্হিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সাংবাদিক রাশেদ আলম,মোস্তাফিজুর রহমান বলেন,ফজলে রাব্বী দীর্ঘদিন যাবত পরিবেশ ও গণমাধ্যম নিয়ে কাজ করে আসছেন। আজ যে তার নিজ বাসায় একটি দুর্ঘটনা ঘটল এটা অনাকাঙ্খিত। আমরা প্রসাশনের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।
নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাফিজুর রহমান জানান,এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থান পরির্দশন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque