চ্যানেল ওয়ান সম্প্রচারে আর বাধা নেই : আপিল বিভাগ

 

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

এর আগে, বিটিআরসি চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়, যা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়। আপিল বিভাগের আদেশের ফলে চ্যানেল ওয়ান আবারও সম্প্রচারের সুযোগ পাচ্ছে।

চ্যানেল ওয়ানের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আদালতের এ আদেশের ফলে চ্যানেল ওয়ানের সম্প্রচার চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা থাকলো না।’

 

এ বিষয়ে বিটিআরসির আইনজীবীর প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এই আদেশের ফলে দেশের গণমাধ্যম জগতে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, চ্যানেল ওয়ান ২০০৫ সালে সম্প্রচার শুরু করলেও পরবর্তীতে বিভিন্ন কারণে সম্প্রচার বন্ধ হয়ে যায়। নতুন এ আদেশের ফলে চ্যানেলটি ফের সম্প্রচার শুরু করার সম্ভাবনা তৈরি হলো।

এএনবিটোয়েন্টিফোর ডট নেট /নিউজ রুম /কালাম