মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
মহান ১২ ফাল্গুন আওলাদে রাসূল (দ.), হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.)’র ৫৮তম খোশরোজ শরীফ উপলক্ষে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে গরিব দুস্থ মানুষের জন্য ফ্রী চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। আজ ২২ফেব্রুয়ারি ২৫, শনিবার সকাল ৮টা-বিকেল ৫টা পর্যন্ত মাইজভাণ্ডার দরবার শরীফে আয়োজিত ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে মেডিসিন, নাক, কান, গলা, স্ত্রী ও প্রসূতি, ডায়াবেটিস, চক্ষু, মইনীয়া সাইফিয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ব্লাড গ্রুপ নির্ণয়সহ নানা ধরনের সহস্রাধিক রোগীদের চিকিৎসাসেবা দেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।
এ মহতী অনুষ্ঠান উদ্বোধন করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন রাহবারে শরীয়ত ও ত্বরীক্বত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। তিনি বলেন, বিত্তবানরা অসহায় বিপন্ন মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে গরিবদের দিন ও ভাগ্য বদলে যাবে। মানবিক দায়িত্ব ও মমত্ববোধ থেকে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে বিত্তবানদেরকে। সমাজসেবা ও জনকল্যাণে আত্মোৎসর্গীত হওয়াই ওলী বুজুর্গ সাধক মনীষীদের জীবনদর্শন ও শিক্ষা।
শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)সহ মাইজভাণ্ডারী মহাত্মাগণের শিক্ষাই হচ্ছে মানুষের কল্যাণে আত্মনিবেদিত থাকা। ফ্রি চিকিৎসাসেবায় ডাক্তারদের মধ্যে চিকিৎসা প্রদান করেন প্রসূতি ও স্ত্রী রোগ অভিজ্ঞ ডা: আন্জুমান আরা সবুর,ডা:পূজা নন্দী, ডা:মতিউর রহমান, ডা:মেহরাজ হোসেন, ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা:মোঃ শাহিনুর রহমান, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা: শিপন মিয়া, ডা:নুরুল আনোয়ার হিরন প্রমুখ।
ক্যাপশন: ২২ফেব্রুয়ারি, ২০২৫ইং, শনিবার মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবায় রোগী দেখছেন ডাক্তারগণ
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।