এএনবিটোয়েন্টিফোর ডট নেট নিউজ ডেস্ক।
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে সিএনজিচালিত একটি অটোরিকশার যাত্রীকে তল্লাশি করে দেশিয় অস্ত্র পাওয়া গেছে। এ ঘটনায় বেলাল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হাজীক্যাম্প এলাকায় বসানো চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে দেশিয় তৈরি দুটি এলজি জব্দ করা হয়েছে
জানা গেছে, বেলাল একসময় বেকারির গাড়িতে কাজ করতেন। বর্তমানে তিনি কিছুই করেন না।
ওই যুবককে অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ।
তিনি মিডিয়াকে বলেন, ‘সকালে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে দুটি দেশিয় এলজিসহ বেলালকে আটক করা হয়। তিনি সিএনজি অটোরিকশা নিয়ে বায়েজিদ এলাকার দিকে যাচ্ছিলেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।’
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট