
মোঃ শাহজাহান বাশার, এএনবিটোয়েন্টিফোরডটনেট স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটিতে অনিয়ম ও আন্দোলনকারীদের অবমূল্যায়ণের অভিযোগে ১৬০ জন সদস্য পদত্যাগ করেছেন। ২১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের এ ঘোষণা দেন কমিটিতে থাকা একাংশ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শিহাব বলেন, “কমিটির বেশিরভাগ সদস্যই জানেন না কেন তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটি লবিং বা অন্য কোনো পন্থায় গঠন করা হয়েছে। আন্দোলনকারীদের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এ কমিটিতে থাকা বেশিরভাগ সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনাকে ধারণ করেন না। তাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের ম্যান্ডেটে কাজ করছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এই বিতর্কিত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা চাই, এই কমিটি বিলুপ্ত করে আন্দোলনের মূল চেতনাকে ধারণকারী এবং আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দিয়ে নতুন কমিটি গঠন করা হোক।”
মুজাহিদ শিহাব আরও জোর দিয়ে বলেন, “শুধু এই কমিটি বাতিল করলেই চলবে না। আমাদের জানতে হবে, কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের প্রতি কতটা আন্তরিক। আমরা তাদের কাছে জবাব চাই, কোন ভিত্তিতে এই কমিটি অনুমোদন করা হয়েছে। যদি সঠিকভাবে আলোচনা না হয় এবং প্রতিনিধিদের মতামতকে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কোনো নির্দেশনা মান্য করব না।”
সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধি সাকিব হোসাইন ও সাগর হোসাইনও নতুন কমিটি গঠনের দাবিতে বক্তব্য রাখেন। এ সময় জুলাই আন্দোলনের সম্মুখসারীর কয়েকজন শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে ২১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম পাটওয়ারীর নাম ঘোষণা করা হয়।
এই পদত্যাগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।