নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় এবার রাতের আঁধারে বৈদ্যুতিক সেচ মোটর ও মিটার চুরি শুরু করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ ফ্রেবুয়ারি) রাতে উপজেলার হালতিবিলে এ ঘটনা ঘটে। পূর্ব মাধনগর গ্রামের
কৃষক সবুজ সরদার ও বকুল সরদারের বৈদ্যুতিক সেচ মোটর চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। আর আগে এক সপ্তাহ আগে উপজেলার বুড়িরভাগ এলাকায় ৫ থেকে ৭টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। পরে মিটার চুরি হয়ে যাওয়ার স্থান থেকে চোর চক্রের দেওয়া প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে দাবিকৃত টাকা প্রদানের পর ওই মিটারগুলো ফেরত দেয় চোর চক্র।
এই উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকসংখ্যা প্রায় ৪০ হাজার আর ট্রান্সফরমার রয়েছে প্রায় ৩ হাজার। গত বছর উপজেলার হালতিবিল ও ব্রহ্মপুর ইউনিয়নে থেকে বেশ কিছু ট্রান্সফরমার ও শ্যালো মেশিন চুরি হয়েছে। তখন থেকেই আতঙ্কে রয়েছেন,উপজেলার গ্রাহকরা।
স্থানীয় এলাকাবাসী জানান,মঙ্গলবার রাতে হালতিবিলের বানিয়াপুকুর এলাকায় বৈদ্যুতিক মোটর চুরি হয়েছে। এর আগে ১ সপ্তাহ আগে উপজেলার বুড়িরভাগ এলাকায় ৫ থেকে ৭টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে।
এছারা সম্প্রতি মাধনগর বাজারে ব্যবসায়ী বিদ্যুত সরদারের বরফ মিলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কাগজে চিরকুটে একটি মোবাইল নম্বর লিখে যায় তারা। সকালে মিটার চুরি হয়ে যাওয়ার স্থান থেকে প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ওই মিটারের জন্য প্রথমে ৭ হাজার পরে ৫ টাকা বিকাশ করলে মিটার ফেরত দেয়ার কথা বলে আবার ২ হাজার টাকা চায় চোর চক্র। তবুও মিটায় ফেরত দেয়নি চক্রটি। এছারা গকতবছরও হালতিবিলে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এছারা গত বছর চুরি ঠেকাতে দিনে মাইকিং ও রাতে পাহারার ব্যবস্থা করে এলাকাবাসী। ট্রান্সফরমার চুরি হওয়ায় পল্লী বিদ্যুতের গ্রাহকেরা দুর্ভোগে পড়েছিলেন। চুরি ঠেকাতে গতবছর গ্রাহকেরা এবার নিজ উদ্যোগে এলাকাবাসী ও কৃষকদের নিয়ে মিটিং করে-দিনে মাইকিং ও রাত জেগে পালা করে পাহারা দিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী,বকুল সরদার ও সবুজ সরদার জানান,গত বছর রাতের আঁধারে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এবার পুনরায় ঘরের বেড়া কেটে,পাইপ ভেঙ্গে আমাদের মোটর চুরি করেছে দুবৃত্তরা। আমরা কৃষক আমাদের অনেক ধকল সামলাতে হয়। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাঁদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। চুরি ঠেকাতে নিরুপায় হয়ে গতবার গ্রাহকেরা মিটিং করে,মাইকিং ও রাত জেগে পালা করে নিজ নিজ এলাকায় ট্রান্সফরমার পাহারা দিয়েছে। চোর চক্রটি থেকে বাঁচতে প্রসাশনের সহায়তা চাই আমরা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,বিষয়টি তদন্ত করা হচ্ছে,গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর
নলডাঙ্গা সাব-জোনাল অফিসের
সহকারি জেনারেল ম্যানেজার মোঃ আল ইমরান আহমেদ বলেন,চুরি রোধে সবসময়ই প্রসাশনের সাথে কথা হচ্ছে। জনসচেতনতা বাড়াতে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মাইকিং করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। নিজ নিজ এলাকার চুরি ঠেকাতে পাহারা ও প্রয়োজনীয় নজরদারি রাখতে গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে। গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ফজলে রাব্বী,নাটোর।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট