মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)
রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ ও ফটিকছড়ির ভুজপুর থানার সীমান্তবর্তী এলাকায় ১২ কেজি গাঁজা ও ৪৪৫ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করা করেছে ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রামগড় ৪৩ বিজিবির আাওতাধীন জোরারগঞ্জ থানার কয়লারমুখ চেকপোস্টের সামনে থেকে সিগারেট এবং ভুজপুর থানার মাষ্টারপাড়া এলাকা থেকে গাঁজা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্ত এলাকায় যেকোন চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট