কবিতা : প্রেম করো মালিকের সনে*
লেখক : মোঃ শাহজাহান বাশার
প্রেম করো মালিকের সনে,
জীবন যাক তাঁরই মনে।
দিন কাটুক তাঁর নাম লয়ে,
রাত কাটুক প্রেম গুণ গেয়ে।
ঝরুক আঁখিজল প্রেমাধারে,
দুঃখ থাকুক তাঁরই দ্বারে।
সুখ দিও না, চাই না কিছু,
তোমার প্রেমেই জীবন পিছু।
দুনিয়া জুড়ে মায়ার খেলা,
সবই তো মিছে, সবই জ্বালা।
যদি থাকো তুমি অন্তরে,
সব মুছে যায় মুহূর্তে।
মালিক তুমি প্রেমের সাগর,
আমায় রেখো তোমার আঙ্গার।
মায়া ভুলে তোমায় পেতে,
দাও হৃদয় প্রেমে ভেজাতে।
কবিতা
লেখক : মোঃ শাহজাহান বাশার
ভাবো তোমরা বোকার মতো
ভাবো তোমরা বোকার মতো,
বুদ্ধির খেলায় লাভ কী তাতে?
বড্ড বেশি হিসেব করলে,
মনটা থাকে শূন্য হাতে।
হাসো যদি শিশুর মতো,
পৃথিবীটা হাসবে ফিরে,
চালাকির সে কড়া বেড়া,
ভেঙে ফেলো প্রাণের তিরে।
পথের ধুলো, বৃষ্টির ফোঁটা,
সবই তো একদিন মুছে যাবে,
যতই চাও, ধরে রাখতে,
সময় তোমায় ফাঁকি দেবে।
তাই ভাবো আজ বোকার মতো,
বাঁচো যদি প্রাণখুলে,
চালাকির সে মিথ্যে মুখোশ,
ফেলে দাও ওই বাতাসে উড়ে!
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট