মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ নয়ন (২৩) নামে এক কাভার্ডভ্যান হেলপার নিহত হয়েছে। নিহত নয়ন বগুড়া সদর এলাকার এরুলিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
মঙ্গলবার দিবাগত গভীর রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া ভিটা ওয়ার্ল্ডেও সামনের ডিমাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ হাসান।
হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ডিমাতলী এলাকায় কাভার্ডভ্যান হেলপার নয়ন বিকল হওয়া কাভার্ডভ্যানের চাকা মেরামতের কাজ করছিলেন। এমন সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে নয়ন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় নয়নকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নয়নের মামা রাজু আহমেদ জানান, নয়ন নিজ এলাকায় ইলেকট্রিকের কাজ করতো। একপর্যায়ে সংসারের অভাব ঘুচাতে সে কাভার্ডভ্যানের হেলপার হিসেবে চাকুরি নেয়। দুর্ঘটনার কবলে পড়ে সড়কেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ হাসান জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট