মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)
অপারেশন ডেভিল হান্ট অভিযানে খাগড়াছড়ির রামগড়ে ইউপি সদস্যসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে রামগড় থানাধীন ০২ নং পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, পাতাছড়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের মন্তাজ মিয়ার ছেলে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. মহিউদ্দিন (৪০) ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাহবুব নগর এলাকার আব্দুর রবের ছেলে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন (২৭)।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, জুলাই গণঅভ্যুত্থান এর পরবর্তী ২ মামলায় আওয়ামীলীগ ও যুবলীগ এর দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি মোতাবেক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
এএনবিটোয়েন্টিফোরডটনেট /মাহামুদুল
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।