মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় পাতাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতাকর্মী গ্রেফতার।
১১ই ফেব্রুয়ারী মঙ্গলবার মধ্যরাতে রামগড় পাতাছড়া ইউনিয়ন এর মাহাবুব নগর একালায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো.ইউছুফ পাটোয়ারী, মোঃআলমগীর হোসেন। আটক দুই জনই ইউনিয়ন আওয়ামীলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ ইউছুফ পাটোয়ারী পাতাছড়া ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মোঃ আলমগীর হোসেন সদস্য।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঈন উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে থানা হাজতে রাখা হইয়াছে, বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
এএনবিটোয়েন্টিফোর ডট নেট /মাহামুদুল /কালাম
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট