মালদ্বীপে ভ্রাম্যমান কনস্যুলার ও কল্যাণ ক্যাম্প,

৫৫ টি ই পাসপোর্ট, ১২টি ৩৪ জন প্রবাসী বাংলাদেশীকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড প্রদান।

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ ।

মালদ্বীপে বাংলাদেশে হাইকমিশনের প্রতিনিধিদল সম্প্রতি মালদ্বীপের আড্ডু সিটি ভ্রমন করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার।মোহাম্মদ সোহেল পারভেজ,

ভারপ্রাপ্ত হাইকমিশনার শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উক্ত ক্যাম্প উদ্বোধন করে।

সফরসঙ্গী হিসেবে ছিলেন মিশনের। তৃতীয় সচিব জিল্লুররহমান, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদউল্লাহ।

সফরকালে উক্ত দ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের জন্য স্থানীয় ভিস্তাবিচ হোটেলে ২ দিন ব্যাপী ভ্রাম্যমান কনস্যুলার ও কল্যাণ ক্যাম্প আয়োজন করা হয়।

উক্ত সেবা ক্যাম্পে মোবাইল ডিভাইসের মাধ্যমে ৫৫ টি ই পাসপোর্ট, ১২টি এমআরপি আবেদন এনরোলমেন্ট করা হয়। এছাড়াও ৩৪ জন প্রবাসী বাংলাদেশীকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড তাৎক্ষণিকভাবে প্রদান করা হয় ।

পরবর্তীতে আড্ডু সিটি মেয়র আলী নিজার বর্ণিত ক্যাম্প ভিজিট করেন এবং আগত প্রবাসীদের হাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড তুলে দেন। তিনি এই ধরনের ভ্রাম্যমান ক্যাম্প আরও আয়োজনের জন্য অনুরোধ জানান।

ভারপ্রাপ্ত হাইকমিশনার ক্যাম্পে আগত প্রবাসী বাংলাদেশী সবাইকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহন, ই-পাসপোর্ট গ্রহন সহ স্থানীয় আইন কানুন মেনে চলার জন্য অনুরোধ করেন।

এছাড়াও তিনি প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন কানুন মেনে কাজ করার জন্য আহ্বান জানান।
ক্যাম্পে আগত কর্মীদের মাঝে তথ্য সম্বলিত লিফলেট সহ প্রবাসী বাংলাদেশী কর্মীদের খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করা হয়।

সফরকালে সিটি কাউন্সিল সেক্রেটারিয়েট এ আড্ডু সিটির সম্মানিত মেয়র ও কাউন্সেলরবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করা হয়। সাক্ষাতকালে উক্ত আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়।

এসময় আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধ করনে নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরণের জন্য কাউন্সিলকে অনুরোধ জানানো হয়। স্থানীয় কাউন্সিলরবৃন্দ উক্ত আইল্যান্ড এ প্রবাসী বাংলাদেশীদের কাজের প্রশংসা করেন ও প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।