মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি এবং তিনজন পুলিশ সুপারকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। তাদের ঢাকার মিন্টু রোডের গোয়েন্দা বিভাগে আনা হয়েছে।
নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে ঢাকায় নিয়ে আসে। রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকেও আটক করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের সহায়তায় তাকে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে।
এছাড়া, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করেছে।
আটক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পুলিশ সুপার আসাদুজ্জামান ২৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে নোয়াখালী জেলার পুলিশ সুপার ছিলেন এবং নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তি প্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সমালোচিত হন।
পুলিশ সুপার আবুল হাসনাত বাগেরহাটের পুলিশ সুপার থাকাকালীন ২০২৪ সালের নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজনৈতিক বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন। পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে এসপি থাকার সময় নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ করেন।
জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয় এবং বিভিন্ন পুলিশের ইউনিটে সংযুক্ত রাখা হয়।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে পুলিশের ডিআইজি ও ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
এছাড়া, ২০২৪ সালের সেপ্টেম্বরে পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়।
এই গ্রেফতারগুলো আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে।
এএনবি-টোয়েন্টিফোর ডট নেট. /মাহামুদুল।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট