
খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।৬ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার সকালে রামগড় সরকারি ডিগ্রী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় ফাজিল মডেল মাদ্রাসায় এসে শেষ হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের “March for Justice” কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা’র আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে ও জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবে স্বৈরাচারের দোসরের ভূমিকা পালন কারীদের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবীতে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে রামগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল আলম আরিফ, জেলা ছাত্রদলের সদস্য শেখ দাউদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম মামুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল নিশাত, সদস্য সচিব জাহিদ অন্তর, যুগ্ম-আহবায়ক মোঃ সালমান, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সমন্নয়ক মোঃ নুরুল ইসলাম রাজু সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ ছিলেন।