রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্রগ্রাম জেলার মিরসরাই জোরারগঞ্জ থানার আমতলী এলাকা থেকে অবৈধভাবে আনীত ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। গতকাল ০৫ ফেব্রুয়ারী বুধবার রাতে ভারতীয় গরু গুলা জব্দ করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
আরোও পড়ুন
রামগড় ৪৩ বিজিবির আওতায় কয়লার মূখ বিওপির নায়েক সুবেদার ইবনে মিজানের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকা থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় গরুগুলো জব্দ করা হয়। এসময় চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে গরুগুলো রেখে পালিয়ে যায়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।