মালদ্বীপে নেপালী যুবকের ছুরিকাঘাতে প্রবাসী একজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে বর্তমানে দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিট আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী শহর মালের মাভিয়া মাগুর থাসিরু ক্যাফেতে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত প্রবাসী বাংলাদেশির নাম মো. রাহিজ মিয়া। বয়স আনুমানিক ৫০ বছর। তার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায়।
মালদ্বীপের পুলিশ এর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন
বৃহস্পতিবার( ৬ ফেব্রুয়ারি) নেপালী শিদ্ধারথা গুরুং ২৪ বছর বয়সী ব্যক্তিকে আদালতের আদেশে গ্রেপ্তার করা হয়েছে।
রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করা হলে তাকে আদালত পাঁচ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।
পুলিশ বলেছে ছুরিকাঘাত ও মারামারি ঘটনার কারণ এখনও অস্পষ্ট ।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।