
নাটোর প্রতিনিধিঃ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন কলেজে ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাধনগর ডিগ্রি কলেজ,কাড়িগড়ি কলেজসহ বিভিন্ন প্রতিষ্টানে
ছাত্রদল এই স্মারকলিপি প্রদান করে।
তাদের দাবি,শেখ হাসিনার আমলে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত সকল সহিংস ঘটনার বিচার করতে হবে এবং ফ্যাসিবাদী শক্তির দোসর হিসেবে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের দাবি বাস্তবায়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল আহবায়ক আব্দুল্লা আল বাকী সুমন,পৌর ছাত্রদলের আহবায়ক মিজান, পৌর ছাত্রদালের সদস্য সচিব রানা,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সোহানুর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আমির হোসেন,বিপ্রবেলঘরিয়া ছাত্রদলের সভাপতি রবি তালুকদার,,মাধনগর ছাত্র যুগ্ন-সাধারন মাসুদ রানাসহ
ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।