খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ভলবো ব্যাটারি সহ মোঃ আজম (২৮) কে আটক করা হয়।
আটককৃত আসামী রামগড় উপজেলার ০২ নং পাতাছড়া ইউনিয়ন এর গৈয়াপাড়া এলাকার বাসিন্ধা মৃত মোঃ আলী আহম্মদ এর ছেলে।
গতকাল মঙ্গলবার ০৪ই ফেব্রুয়ারী রাতে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্বাবধানে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই আজিম হোসেন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৩৭৯ ধারা পেনাল কোডে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার ০২ নং দাঁতমারা ইউনিয়ন এর মোহাম্মদপুর এলাকা হইতে আসামী মোঃ আজম কে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে একি ইউনিয়ন এর কাজীরহাট এলাকা থেকে চোরাইকৃত ভলবো ব্যাটারী উদ্ধার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।