
নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৩ টার দিকে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ পুরুস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশিকুর রহমান,নলডাঙ্গা থানার ওসি তদন্ত মনোয়ার জাহান,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী,নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আব্দুল হাফিজ,ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া নলডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।