দেশকে ৪টি প্রদেশে ভাগ করার পরামর্শ দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করার প্রস্তাব দেয়া হয়েছে।
আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার দুপুর ২টায় সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানায়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানেরা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশে কোন দিনই বিচার বিভাগ স্বাধীন ছিল না। বিচারবিভাগকে শতভাগ স্বাধীন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া এ্যাটর্নি সার্ভিস করার প্রস্তাব দেয়া হয়েছে। যেখানে বিসিএস এর আদলে নিয়োগ হবে।
জনপ্রশাসন সংস্কার কমিশনের ১০০টির বেশি সুপারিশ আছে উল্লেখ করে প্রেস উইং জানায়, জেলা পরিষদকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি করার প্রস্তাব করা হয়েছে।
প্রেস উইং আরও জানায়, তিনটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। ন্যায়পাল নিয়োগের সুপারিশ করা হয়েছে। মন্ত্রীদের একান্ত সচিব সরকারি নয় মন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবে।
এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনে স্বেচ্ছায় সরকারি চাকরির অবসর ২৫ বছরের পরিবর্তে ১৫ বছরেও করার প্রস্তাব এবংশাসন কাজ পরিচালনার সুবিধার জন্য ‘রাজধানী মহানগর সরকার গঠনের প্রস্তাব’ করা হয়েছে বলে জানায় প্রেস উইং।
নির্বাচন চলতি বছরের ডিসেম্বর নাকি আগামী বছরের জুলাইতে তা সংস্কারের ওপর নির্ভর করবে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট