স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে মালদ্বীপের তারুণ্যের উৎসব উদযাপন

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে আজ বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।

 

রাজধানী মালের থ্যালাসেমিয়া সেন্টারে মালদ্বীপ ব্লাড সার্ভিস এর সহযোগিতায় এই আয়োজনে মিশনের কর্মকর্তা-কর্মচারীসহ ৫০ জন প্রবাসী বাংলাদেশী নাগরিক রক্তদান করেন।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ।

তিনি উল্লেখ করেন এই ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে । এই উদ্যোগে অংশগ্রহণকারী সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন ও মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও উপহার বিতরণ করা হয়।