ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলেছেন তা ‘জালিয়াতি’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোস সফরে অবস্থানরত ড. ইউনূস ওই সাক্ষাৎকারে বলেছেন, তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো আগ্রহ নেই।
প্রধান উপদেষ্টা বলেছেন, ক্ষমতায় থাকাকালে দাভোস সফরে হাসিনা সবাইকে শুনিয়েছিলেন দেশ কীভাবে চালাতে হয়। তখন তাকে দুর্নীতির বিষয়ে কোন প্রশ্ন না করা মোটেও ভালো বিশ্বব্যবস্থা নয়। হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা।
ডক্টর ইউনূস আরও জানান, বাংলাদেশ-ভারত সম্পর্ক যতোটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। আর চীনকে দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে বলেছেন, বেইজিংয়ের সাথে নয়াদিল্লির টানাপোড়েন ব্যক্তিগতভাবে তাকে খুব পীড়া দেয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট