নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার(২৪ জানুয়ারী) বিকাল ৫টার দিকে।নলডাঙ্গা উপজেলার মোমিনপুর ও রাতে সাড়ে ৭টার দিকে উপজেলার মাধনগর বাজারে। প্রকৃত শীতার্তরা যাতে শীতবস্ত্র পান,সেই লক্ষ্যে এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য মোঃ জিয়াউল হক জিয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,

 

নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মামুনু রশিদ মোল্লা,নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক,মোঃ আব্দুল মালেক রাব্বানী,বিপ্রবেলঘরিয়া ইউ,পি জামায়াতের আমীর মাওঃ মোঃ মোজাম্মেল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপ্রবেলঘরিয়া ইউ,পি সভাপতি মাওঃ মোঃ মাহাবুল আলম,

সাধারণ সম্পাদক মোঃ মকসুদ আলম,শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধনগর ইউ,পি সভাপতি আসরাফুল ইসলাম বাবু,মোঃ জিয়াউর রহমান,লাভলু মিয়া,মাজেদুর রহমান,বারেক হোসেন,আবু সাঈদ,সাগর,বকুল প্রমূখ।