গাউছুল আ’যম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.)
১১৯ তম বার্ষিক ওরশে লাখো মানুষের ঢল
জোর জবরদস্তি করে নয়; আলোকিত জীবন গঠনে
আল্লাহর ওলীদের সম্প্রীতির দর্শন অনুসরণ করতে হবে
-সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)
ত্বরীক্বায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউছুল আ’যম শাহ্সূফী আল্লামা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১১৯ তম বার্ষিক ওরশ শরীফ চট্টগ্রামসহ দেশের দূর দূরান্ত থেকে আসা লাখো ভক্ত জনতার অংশগ্রহণে দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে।
আজ ২৪ জানুয়ারি,২০২৫খ্রি: (১০ মাঘ) শুক্রবার মাইজভাণ্ডার দরবার শরীফে শেষ হয়েছে। ওরশ উপলক্ষে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভণ্ডারীয়া ব্যাপক কর্মসূচি পালন করে। গতকাল শুক্রবার দরবার শরীফের গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের শাজ্জাদানশীন, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি চেয়ারম্যান শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর ইমামতিতে জুমার নামায আদায় করেন লাখো মুসল্লি। ওরশ শরীফ উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলে সভাপতির বক্তব্যে বিএসপি চেয়ারম্যান বলেন, মাইজভাণ্ডার দরবার শরীফ অসাম্প্রদায়িকতা চর্চার পীঠস্থান।
মানুষে মানুষে মিলন ও সম্প্রীতির ক্ষেত্রে অনুপ্রেরণাদানকারি দর্শনই হচ্ছে মাইজভাণ্ডারী দর্শন। জাত পাতের পার্থক্য, মানুষে মানুষে বিভেদ, অনৈক্য, বৈষম্য ও হানাহানির বিপরীতে মাইজভাণ্ডারী দর্শন শান্তি, সম্প্রীতি ও মানবিক ঐক্যের বার্তাই দেয় বিশ্ববাসীর সামনে। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, ক্ষমতার মোহ, সম্পদের প্রতি আসক্তি, ভোগ বিলাসে নিরন্তর ডুবে থাকার ফলে জনজীবন থেকে আজ শান্তি উধাও।
তিনি আরো বলেন, বর্তমানে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি, চারদিকে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, রাহজানি চলছে, কোথাও কোনো শৃঙ্খলা নেই। অলিআল্লাদের মাজার, খানাকা, দরগাহ ও সুফিবাদি জনতার উপর উগ্রবাদিরা হামলা করছে।
১০ জনের মতো নিহত ও শতাধিক আহত হয়েছে। এই ব্যপারে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যেগ গ্রহন করা হয়েছে বলে মনে হয় না। তিনি বলেন, মাজার গুলো পূন:নির্মান ও আহত, নিহতদের ক্ষতি পূরণ দিতে হবে এবং মাজারে হামলাকারী উগ্রবাদিদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্য দিকে মূল্যস্ফীতির কারণে দ্রব্য মূল্যের দাম আকাশ চুম্বি। মানুষ দিশেহারা। এই অবস্থায় অযৌক্তিক ভাবে কর আরোপ ও গ্যাসের দাম বৃদ্ধি করে মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা এই অযৌক্তিক ভ্যাট, ট্যাক্স প্রত্যাহার চাই। বিএসপি চেয়ারম্যান বলেন, উগ্রতা, জোর জবরদস্তি করে নয়; সমৃদ্ধ আলোকিত জীবন গঠনে মহান আল্লাহর ওলীদের প্রেমময় শন্তি, সম্প্রীতির দর্শন অনুসরণ করতে হবে। মানবিক সাম্য, ইনসাফ, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় গাউছুল আ’যম মাইজভাণ্ডারী (ক:) প্রবর্তিত মাইজভাণ্ডারী ত্বরীক্বা ও দর্শনই অনুপ্রেরণার চিরন্তন উৎস বলে তিনি উল্লেখ করেন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরমের প্রধান উপদেষ্টা শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী। এতে অতিথি ও আলোচক ছিলেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব আল্হাজ্ব কাজী মহসীন চৌধুরী, আন্জুমান সহসভাপতি খলিফা আল্হাজ্ব কবীর চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা আল্হাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র খলিফা আল্হাজ্ব আলমগীর খান মাইজভাণ্ডারী, বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: ইব্রাহিম মিয়া, মইনীয়া যুব ফোরাম সাধারণ সম্পাদক মো: আকবর হোসেন রুবেল, অধ্যক্ষ মাওলানা গোলাম মোহাম্মদ খান সিরাজী, মাওলানা বাকের আনসারী, হাফেজ মাওলানা নাজের হোসাইন, আন্জুমান চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোতাহের মিয়া চেয়ারম্যান, সাধারণ সম্পাদক কাজী মো: শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোজাহের আলম প্রমুখ। মিলাদ-ক্বিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বের নিপীড়িত শোষিত মানুষের পরিত্রাণ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। পরে অসংখ্য ভক্ত জনতার মাঝে তবারুক পরিবেশিত হয়।
ছ্িবর ক্যাপশন: ২৪ জানুয়ারি, ১০ মাঘ (শুক্রবার) মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত গাউছুল আজম শাহ্সূফী সৈয়দ আহমদ
উল্লাহ মাউজভাণ্ডারী (ক:) ১১৯তম ওরশ শরীফে আখেরী মুনাজাত রিচালনা করছেন হযরত শাহসূফী মাওলানা
সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.)।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।