স্টাফ রিপোর্টার
পুলিশ, র্যাব এবং আনসার সদস্যদের পোশাক পরিবর্তন হতে যাচ্ছে। আজ (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নতুন পোশাকের ডিজাইন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
গত বছরের ১১ আগস্ট, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, পুলিশের ইউনিফর্ম এবং লোগো পরিবর্তন করা হবে। তিনি বলেছিলেন, "অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে।" এরপর মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি আলোচনা করা হবে বলে তিনি জানান।
এছাড়া, তিনি পুলিশের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার কথা বলেন এবং পুলিশ কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তার মতে, পুলিশ কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হওয়া উচিত এবং তাদেরকে কোনো রাজনৈতিক দলের অধীনে রাখা উচিত নয়।
পুলিশের নতুন ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে ১২ আগস্ট একটি কমিটি গঠন করা হয়। ১০ সদস্যবিশিষ্ট এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। এখন পুলিশ লোগো পরিবর্তনের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে এবং নতুন লোগো অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।