আজ, ১৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজির আহমদ খাঁন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জনাব মোহাম্মদ কামরান হোসেন।
কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন এবং পুলিশ সুপারের নিকট তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে তাদের সমস্যাগুলি শোনেন এবং তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা এবং দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। এছাড়া, নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
উক্ত সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিট থেকে আসা সকল পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।