কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে এলাকার অস্ত্রধারী-চিহিৃত সন্ত্রাসী ও মাদক কারবারি মো: রাজীব ও মো: শাহীনকে আটক করা হয়েছে। আটককৃত রাজীব উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে এবং শাহীন একই গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে। আটককৃতদের বিরুদ্ধে শুক্রবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প সূত্রে আরও জানা গেছে, সন্ত্রাসী কার্যক্রম ও রাজনৈতিক সহিংসতা ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত ভোর রাত ৪টায় উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার চিহিৃত অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারি মো: রাজীব ও মো: শাহীনকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা না গেলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আটককৃত রাজীব গুনবতী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলো। তার বিরুদ্ধে ২০২১ সালের একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। শাহীনও মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিলো বলে জানা গেছে।
সোবাহিনী সূত্রে আরও জানা গেছে, আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কর্তৃক ঘোষিত হরতাল কার্যকর করার জন্য স্থানীয়ভাবে সহিংসতার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলো আটককৃত দু’জন। তাদের দায়িত্ব ছিলো উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ দলীয় ক্যাডারদের একত্রিত করে হরতালের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন স্থানে সহিংসতা সৃষ্টি করা। অভিযানের সময় রাজীব ও শাহীনের বাড়ীতে তল্লাশি চালানো হয়। তবে, এ সময় তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব না হলেও হরতাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার পেয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এলাকার চিহিৃত দুই সন্ত্রাসীকে আটকের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। সেনাবাহিনীর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে ওই এলাকার সাধারণ মানুষ। সন্ত্রাসী কার্যক্রম ও রাজনৈতিক সহিংসতা ঠেকাতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট