শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে আজ বৃহস্পতিবার শাহবাগ এলাকায় পুলিশের জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'-এর উপর হামলার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভে 'সংক্ষুব্ধ ছাত্র জনতা'র ব্যানারে ছাত্র ও সমর্থকরা দুপুরে রাজু ভাস্কর্যে জড়ো হন। সেখানে শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তারা বিক্ষোভ করেন।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, "বাম সংগঠনের নেতাকর্মীরা শিক্ষাভবনে এলে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু তারা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগিয়ে যায়। এসময় তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।"
পুলিশের এমন পদক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।এ ঘটনায় শিক্ষার্থীরা পুলিশের ব্যবহৃত শক্তি ও আচরণের সমালোচনা করেছে। তারা দাবি করেন, শান্তিপূর্ণ প্রতিবাদে হামলার মাধ্যমে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।ঘটনার সময় আশপাশের এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। তবে বিকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।