১৬ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১টা ২০ মিনিটে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন কুসিক ১৩ নম্বর ওয়ার্ডের ডুলিপাড়া এলাকায় বাখরাবাদ-টু-টমছম ব্রিজ গামী সড়কের উত্তর পাশে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১২-৮৭৩২ নম্বরের একটি কাভার্ডভ্যান আটক করা হয়। গাড়িটির ভেতরে বিশেষভাবে তৈরি বক্স থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. কৃষ্ণা সরকার (৩২) পিতা: মৃত কমল সরকারমাতা: মায়া রানী ঠিকানা: নোয়াদ্দা (সরকার বাড়ি), পোঃ গোলবাহার, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর। ২. মোঃ মামুন মিয়া (২৮) পিতা: মোঃ শফিক মিয়া মাতা: মায়া বেগম ঠিকানা: অরণ্যপুর (নতুন গুচ্ছ বাড়ি), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। অভিযানের সময় কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সফল অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তবে মাদক ব্যবসার শেকড় উপড়ে ফেলার জন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।