নলডাঙ্গায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু ২০ জানুয়ারী

নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে ২০ জানুয়ারী আর শেষ হবে ৩ ফেব্রায়ারী।

 

এ উপলক্ষে বুধবার বিকাল ৩ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সমনয় কমিটির প্রস্ততি মুলকসভা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী ফজলার রহমান,পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

 

আগামী ২০ জানুয়ারী থেকে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করবে। এ কার্যক্রম ৩ ফেব্রায়ারী পযন্ত চলবে।তথ্য সংগ্রহ শেষে ছবি তোলা কার্যক্রম শুরু হবে।

এএনবি২৪ ডট নেট /মাহামুদুল