
প্রকৃত শীতার্তরা যাতে শীতবস্ত্র পান,সেই লক্ষ্যে নাটোরের নলডাঙ্গার মাধনগরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন,মাধনগর ইউ,পি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজা মন্ডল।
মঙ্গলবার(১৪ জানুয়ারী) বেলা ১১টার দিকে ইউনিয়নের মৃধাপাড়া,সারভিটা,পুকুরপাড়াসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,মাধনগর ইউ,পি বিএনিপি যুগ্ন-সাধারন সম্পাদক মানিকুজ্জামান বিদ্যুত,মাধনগর ইউ,পি ছাত্রদলের সভাপতি রাজু সরদার,আতিকুর রহমানসহ প্রমূখ।
এই ছাত্র দল নেতা বলেন তরুণ্যের অহংকার আমাদের আইকনিক প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে জনগণের শীত নিবারণের লক্ষ্যে আমার ক্ষুদ্র প্রচেষ্টা। প্রাণপ্রিয় সংগঠন ছাত্রদল, ও বিএনপি সর্বদা জনসাধারণের সঙ্গে রয়েছে জনগণের কল্যাণে আমরা কাজ করে চলেছি।
এএনবি২৪ ডট নেট /মাহামুদুল /কালাম