১১ই জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, মইনীয়া যুব ফোরামের আয়োজনে "পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা" শীর্ষক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে, ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেন,"মহান আল্লাহ্ প্রকৃতির মাধ্যমে তার মহত্ত্ব, সৌন্দর্য ও করুণার নিদর্শণ রেখেছেন। আমাদের দায়িত্ব হলো মহান আল্লাহ্ তায়ালার এ উপহারগুলোকে সংরক্ষণ করা, যত্ন নেয়া ও ভালোবাসা।
আমাদের প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পবিত্র জীবনী থেকেই আমরা বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার দিক নির্দেশনা পেয়েছি। তরুণরা যদি বছরে ৫টি করে গাছের চারা রোপণ করে, অন্যদেরকে উপহার দেয় এবং নিজ নিজ পরিবার, পরিজন, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে পরিবেশ সুরক্ষায় মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়, তবে আমরা একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তনের আশা রাখতে পারি। আমরা সকলে প্লাস্টিক বর্জ্য ডাস্টবিনে ফেলবো। প্লাস্টিকের ব্যবহার যথাসম্ভব কমিয়ে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের চেষ্টা করতে হবে।
নদীগুলোকে বাঁচাতে শিল্প কারখানাগুলোতে যেন বর্জ্য ব্যবস্থাপনার নীতিগুলো ঠিকভাবে অনুসরণ করা হয়, সেটি নিশ্চিতের জন্য তরুণদেরকে সরব হতে হবে।"
তিনি আরো বলেন,"পৃথিবীতে সকল ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে তরুণরাই অগ্রণী ভূমিকা রেখেছে। তেমনি জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় তরুণদেরকেই সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে হবে। বাংলাদেশে পরিবেশ সুরক্ষায় মইনীয়া যুব ফোরাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, যা আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে। মইনীয়া যুব ফোরাম আগামী দিনে এ প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং অন্যান্য ছাত্র ও যুব সংগঠনগুলো পরিবেশ সুরক্ষার বিষয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।"
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, মরক্কোর প্রফেসর শাইখ ডক্টর দারফুফি চযুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব সুফিজমের দু জন গবেষক, ডক্টর এলেক্সা ও কিনফায়ার, জার্মানি থেকে সমাজসেবামূলক যুব সংগঠনের নেতা, তাহা চিমা,বিদ্রোহী দ্য নজরুল সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রফেসর ডক্টর শাহ্ মনজু, কাজী নজরুল ইসলাম সুফি সোসাইটির সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আতাউল্লাহ্ খান আতা, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল হাসানী, মইনীয়া যুব ফোরামের সভাপতি, শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী, মইনীয়া যুব ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, বিষয়টির ওপর আলোচনা করেন। তারা মানবতার জন্য, পরিবেশ সুরক্ষায় ও জাতীয় সংকটে মইনীয়া যুব ফোরামের মানবিক অবদানের প্রশংসা করেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট