নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই ঘোষনাপত্র বাস্তবায়নের দাবীতে নাটোরে নলডাঙ্গায় লিফলেট বিতরন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
শনিবার(১১ জানুয়ারী) বেলা ১১ টার দিকে নলডাঙ্গা রেলস্টেশন থেকে এই লিফলেট বিতরন কার্যক্রম শুরু করেন তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার যুগ্ন আহব্বায়ক সাদমান মোস্তাক রাকিব,জেলা সদস্য বাদশা খান,নলডাঙ্গার অন্যতম সংগঠক মোঃ কাজী আসিকুর রহমান,আল আমিন হোসেন,নাগরিক কমিটির সদস্য রাকিবুল ইসলাম,পলাশ,নাইম ইসলামসহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছেন তারা। এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল,আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাংখার প্রতিফল ঘটবে। আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে,সব পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সেই কাজটি করছে।
এএনবি২৪ ডট নেট /মাহামুদুল /কালাম
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট