
মালদ্বীপে অনৈতিক কর্মকান্ড গ্রেফতার ৭, দুই মহিলা নির্বাসিত।
মাহামুদুল মালদ্বীপ
মালদ্বীপের অভিবাসন এবং পুলিশ ব্যাপক পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বিদেশীদের ট্র্যাক করে একটি যৌথ অভিযানে চার বিদেশী মহিলা এবং তিনজন পুরুষকে গ্রেপ্তার করেছে৷ স্থানীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।
এদের মধ্যে বাংলাদেশি পুরুষ তিন,নারী একজন, রাশিয়ার দুইজন মহিলা বাকি একজন হলেন উগান্ডার।
নারীদের মধ্যে দুজনকে নিজ দেশে নির্বাসিত
করা হয়েছে এবং বাকি পাঁচ বিদেশীকে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।
মালদ্বীপ ইমিগ্রেশন এর আগে অনৈতিক কর্মকান্ডে জড়িত বিদেশিদের গ্রেফতার ও নির্বাসন করেছে।
মালদ্বীপে অবৈধ বিদেশিদের ধরতে সরকার বিশেষ অভিযান চালাচ্ছে। এর সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত বিদেশি অভিবাসীদের গ্রেফতারে অভিযানও চালানো হয়।
গত এক বছরে পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে মালদ্বীপ থেকে নিজ দেশে বিতাড়িত করা হয়েছে।