রাজধানীর উত্তরখান থানা এলাকায় আভিযানিক অভিযান পরিচালনা করে চোরাই অটোরিক্সা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ আব্দুল জলিল (৪০) ও হালিম ফকির (২৪)। শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪ খ্রি.) উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, রিক্সা চালক মোঃ আব্দুল জলিল গত ২৬ ডিসেম্বর উত্তরখানের বড়বাগ ট্রান্সমিটারে মোড়ের পূর্ব পাশের গাড়ির গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে চালানোর জন্য বের হয়। নিয়ম অনুযায়ী রাতে অটোরিক্সা ফেরত দেওয়ার কথা থাকলে আব্দুল জলিল তা করেনি। এ ঘটনায় ২৭ ডিসেম্বর অটোরিক্সার মালিক মোঃ আছলাম হোসেন জনির অভিযোগের প্রেক্ষিতে উত্তরখান থানায় জলিলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু হয়।
থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রথমে আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়ার আব্দুল্লাহ অটো এন্টারপ্রাইজ থেকে চোরাই অটোরিক্সা ক্রয়কারি হালিম ফকিরকে গ্রেফতার করা হয় ও তার হেফাজত থেকে চুরি হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আরো দুটি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়, যার কোন বৈধ কাগজপত্র হালিম দেখাতে পারে নাই। উদ্ধারকৃত চোরাই অটোরিক্সা তিনটির আনুমানিক মূল্য তিন লক্ষ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।
এএনবি২৪ ডট নেট /মাহামুদুল /কালাম
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।