মালদ্বীপের রাজধানীতে একদিনে রেকর্ড ৫২টি বিয়ে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটিতে আনুষ্ঠানিকভাবে ১৬টি এবং অনানুষ্ঠানিকভাবে ৩৬টি বিয়ে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে মালদ্বীপের পারিবারিক আদালত। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।
মালদ্বীপের নাগরিকদের কাছে বিশেষ করে তরুণ-তরুণীর কাছে বিশেষ দিন ২৪.১২.২৪। সহ এর আগেও এমন তারিখ গুলোকে স্মরণীয় করে রাখতে দেশটিতে ও দেশের বাহিরে গিয়ে বিয়ের আয়োজন করে স্থানীয় মালদ্বীভিয়ান নাগরিকরা।
মালদ্বীপের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ছয় লাখের ও কম জনসংখার কম মানুষের দেশে মালদ্বীপ। এতো ছোট দেশের বাসিন্দারা বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ দিন গুলোকে স্মরণীয় করে রাখতে বিশেষ দিনকে বেছে নিয়ে বিয়ের আয়োজন করে।
চলতি বছরে এমন আরও একটি ম্যাজিক ফিগারে এরকম বিবাহ হয়েছে, যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বিবাহের তারিখ ছিলো ২৪.৪.২৪। এদিন দেশটিতে ৩৮টি বিয়ে হয়।
মালদ্বীপের পারিবারিক আদালত জানিয়েছে, চাহিদা বেশি থাকায় আগামী বছরের সপ্তাহের সব দিন এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও বিয়ের আনুষ্ঠানিকতা করবে।এর আগে, দেশটির আদালত সাপ্তাহিক ছুটির দিনে কোনো বিবাহের আনুষ্ঠানিকতা হতো না।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট