
প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার
এ প্রতিপাদ্যকে ধারণ করে মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৮ডিসেম্বর) দূতাবাসের মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসের আলোচনা অনুষ্ঠানের সূত্রপাত হয়। আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা দেওয়া বাণী পড়ে শোনানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বলেন, প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এ প্রতিপাদ্যকে ধারণ করে বৈষম্যহীন সোনার বাংলার স্বপ্ন দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু শুধুমাত্র সরকারের একার চেষ্টা দেশের উন্নতি ও অগ্রগতির জন্য যথেষ্ট নয়। আমাকে-আপনাকে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে সোনার বাংলা গড়া সম্ভব হবে।