গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী তানজু মিয়া আশরাফুলকে দ্রুত দেশে ফিরে উন্নত চিকিৎসা নেয়ার জন্য সোমবার (৯ ডিসেম্বর) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের, অর্থায়নে বিমানের টিকেটসহ যাবতীয় ট্রাভেল ডকুমেন্ট হস্তান্তর করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।এসময় দূতাবাসের কল্যাণ সহকারী আল মামুন পাঠান এবং কনস্যুলার সহকারী মো. ময়নাল হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন ঃ
কুকাসের সভাপতি মেহেদী,সাধারণ সম্পাদক নোমান
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশে ফেরার কথা রয়েছে তার।
মালদ্বীপ প্রবাসী তানজু মিয়া আশরাফুল (৩৭) তানজু মিয়ার দেশের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে।তিনি বেশ কিছু দিন যাবত অসুস্থ হয়ে দেশটির রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার বৈধ কোন মালিকানা না থাকায়, মালে চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব।
এএনবি২৪ডটনেট /মাহামুদুল
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট