কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট , কুমিল্লায় ৩য় শ্রেণী ( নির্বাহী) কর্মচারী সমিতি " কুকাস "এর নতুন কমিটি ঘোষণা করেছে ।
গত শুক্রবার (৬ ডিসেম্বর) এক জরুরি সাধারণ সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য সংশোধিত কমিটি গঠনকরা হয়।
কুমিল্লা, নোয়াখালী, ফেনী,চাঁদপুর, লক্ষীপুর এবং ব্রাক্ষনবাড়িয়াসহ এই ৬ জেলার তৃতীয় শ্রেণী কাস্টমস কর্মচারীদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয়েছে, মেহেদী হাসান দুলাল। উক্ত কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে,আবদুল্লাহ আল নোমান,
সভাপতি নির্বাচিত ও কুকাস কমিটি অনুমোদন করায় কেন্দ্রীয় কমিটির অর্থাৎ বাকাসের সভাপতি এবং মহাসচিবউপদেষ্টা সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানিয়েছে পরপর তিন বার নির্বাচিত সভাপতি মেহেদী হাসান দুলাল।
নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান আমাদের এএনবি২৪ ডট নেটকে বলেন, ‘আমার উপর আস্থা ও বিশ্বাস রাখায় কুকাসের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি এর আগে ও দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছি।
সংগঠনের অনেক সমস্যা সমাধানের ব্যবস্থা সহ নানা উদ্যোগ নিয়েছি। এবার সদস্যরা পুনরায় সভাপতি নির্বাচিত করায় আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। আগামী দিনে সবাইকে সাথে নিয়ে কুকাস কে সেরা সংগঠন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। ’মেহেদী হাসান দুলাল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা কালিকাপুর গ্রামের কৃতি সন্তান ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, বলেন, আমি প্রথমেই কুকাসের সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি এবং কুকাসের সংশ্লিষ্ট সবাইকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা।
এএনবি২৪ ডট নেট মাহামুদুল /কালাম
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট