খাগড়াছড়ির রামগড়ে সাজাপ্রাপ্ত আসামি ওমর ফারুক (২১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার(২২ নভেম্বর) রাতে উপজেলার ০২ নং পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ওমর ফারুক থলিপাড়া এলাকার ওসমান গণির পুত্র।
রামগড় থানার এসআই আজিম হোসেন খান, দিপক বিশ্বাস, মোঃ হারুনুর অর রশীদ, এএস আই শাকিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ বছর পূর্বের জিআর ০৫ বছরের সশ্রম কারাদন্ড ও ০৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ওমর ফারক (২১) কে গ্রেফতার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট