সিলেটে টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকের কার্যালয়ে তালা মেরেছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার উপজেলায় ন্যাশনাল ব্যাংকের শাখার প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রাহকরা।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে গ্রাহকরা বারবার ব্যাংকে এসে টাকা চান। তারা টাকা চেয়ে ফিরে যাচ্ছেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা মেরে প্রতিবাদ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
নুর আহমেদ নামে এক গ্রাহক বলেন, প্রতিদিন পাশের উপজেলা বড়লেখা থেকে টাকা তুলতে আসি, কিন্তু কিছুতেই টাকা পাচ্ছি না। আজ শান্তিপূর্ণভাবে প্রধান ফটকে তালা দিয়েছি।
মাছুম আহমদ নামের এক গ্রাহক জানান, তিনি তার বোনের সাত লাখ টাকা উত্তোলনের জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তাই ক্ষুব্ধ হয়ে ব্যাংকে তালা দিয়েছেন।
এ বিষয়ে ন্যাশনাল ব্যাংকের শাখা ম্যানেজার কামরুজ্জামান আনছারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
শাখা ইনচার্জ সুন্দর আলী জানিয়েছেন, ন্যাশনাল ব্যাংকের সারা দেশে নগদ টাকার সংকট চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা গ্রাহকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো সিলেটে ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা না পেয়ে তালা ঝোলানোর ঘটনা ঘটেছে।
এর আগে গত ২৮ অক্টোবর নগদ টাকার সংকটের কারণে ন্যাশনাল ব্যাংকের সিলেটের গোলাপগঞ্জ শাখা এবং ৩০ অক্টোবর সিলেট মহানগরীর শিবগঞ্জ শাখায়ও গ্রাহকরা তালা লাগিয়েছিলেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।