নাটোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক, বড়হরিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসমান গনিসহ ৩৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে জেলায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নাটোরের পুলিশ সুপারের বিশেষ শাখা থেকে পাওয়া তথ্যমতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী একটি চক্র সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্ন করতে তৎপর হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মারুফাত হুসাইন আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হবে। তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট