কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ নভেম্বর) দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়। অপারেশনের সময় প্রসূতির নাড়ি কেটে ফেলায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর স্বজনদের।
নিহত ইসরাত জাহান এরিন কুমিল্লা আদর্শ সদর আমড়াতলী ইউনিয়নের শিবপুর এলাকার মোবারক হোসাইনের মেয়ে।তবে মা মারা গেলেও নবজাতকটি সুস্থ আছে।
নিহত ইসরাত জাহান এরিনের বছরখানেক আগে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রামের ইসমিত পাশা দিদারের সঙ্গে। এটা এই দম্পতির প্রথম সন্তান প্রসব ছিলো।মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হাসপাতালটির তালা ঝুলিয়ে রাখে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট